আমাদের সম্পর্কে

মানব সেবার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ২০২১ সালের প্রারম্ভে ওমর ফারুক কোমল তার বাবার নামে শুরু করেন হারুন ফার্মা (Harun Pharma) নামক একটি ঔষধ বিক্রির দোকান। স্নাতক শেষ করে কিছুদিন চাকরির পেছনে ঘুরেই তিনি বুঝতে পেরেছিলেন, "চাকরিতে স্বাধীনতা নেই, ও আমার দ্বারা হবে না"। অতঃপর একটি সম্মানজনক ব্যবসা করার চিন্তা এবং শেষমেশ ঔষধ এর ব্যবসাতেই পদার্পন। 

ওমর ফারুক কোমল এই ব্যবসা দ্বারা নিজের আর্থিক চাকাকে সচল রাখার পাশাপাশি নিজের জায়গা থেকে যতটুকু মানব সেবা করা যায় ততটুকু করে সারা জীবন পার করে দেবার ইচ্ছা পোষণ করেন। 

সততাই হারুন ফার্মা-এর মূলধন।